দেশজুড়ে

বগুড়ার ৯ পৌরসভায় আ.লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত

বগুড়ার ৯টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্ত হয়েছে। তবে গণমাধ্যমের কাছে এখনো ঘোষণা করা হয়নি। কেন্দ্র থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জেলার নেতারা এ বিষয়ে মুখ খুলছে না। কেন্দ্রের অজুহাতে সবাই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান জানান, গত রোববার জেলা আওয়ামী লীগ সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে ৯টি পৌরসভার সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সেখানে ৯টি পৌরসভার একক প্রার্থীর তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। এখন স্বল্প সময়ের মধ্যেই দলীয় প্রধান কেন্দ্র থেকে তা ঘোষণা করবেন।তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ৯টি পৌরসভাতেই সর্বসম্মতিতে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। যা এখন ঘোষণার অপেক্ষায় রয়েছে। আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীরা হলেন, বগুড়া পৌরসভায় সাবেক পৌর চেয়ারম্যান অ্যাড. রেজাউল করিম মন্টু, শিবগঞ্জ পৌরসভায় সাংবাদিক তৌহিদুর রহমান মানিক, সান্তাহার পৌরসভায় শ্রমিকনেতা রাশেদুল ইসলাম রাজা, সারিয়াকান্দি পৌরসভায় আলমগীর শাহী সুমন, শেরপুর পৌরসভায় আলহাজ্জ্ব আব্দুস সাত্তার, কাহালু পৌরসভায় হেলাল উদ্দিন কবিরাজ, ধুনট পৌরসভায় শরিফুল ইসলাম খান, নন্দীগ্রাম পৌরসভায় রফিকুল ইসলাম পিংকু এবং গাবতলী পৌরসভায় আব্দুল মোমিন শিলু। সূত্রটির মতে এই তালিকা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই।  এদিকে, বিএনপির প্রার্থীও চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্র থেকে নাম ঘোষণা করা হবে এজন্য স্থানীয়ভাবে কেউ প্রার্থীদের নাম বলতে চাইছেন না। তবে অনেক প্রার্থীকেই দলীয় মনোনয়ন নিশ্চিত করে মোবাইল মনোনয়ন ফরম উত্তোলনের জন্য বলা হয়েছে। আর সম্ভাব্য প্রার্থীদের অনেকেই দলীয় মনোনয়ন লাভের আশায় এখনও ঢাকায় অবস্থান করছেন। তবে দলের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্র থেকে এরই মধ্যে বগুড়া পৌরসভায় বর্তমান মেয়র জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. একেএম মাহবুবর রহমানের মনোনয়ন চূড়ান্ত  করে ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া বিএনপি দলীয় মনোনয়নে বর্তমান মেয়রদের আগ্রাধিকার দেয়া হয়েছে।বিএনপির একটি সূত্র পৌরসভার প্রার্থীর তালিকা নিশ্চিত করে বলেন, আজকালের মধ্যেই প্রার্থী তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হবে। তালিকা অনুসারে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন, সান্তাহার পৌরসভায় বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টো, শিবগঞ্জ পৌরসভায় মতিয়ার রহমান মতিন, সারিয়াকান্দি পৌরসভায় টিপু সুলতান, নন্দীগ্রাম পৌরসভায় সুশান্ত কুমার শান্ত, শেরপুর পৌরসভায় স্বাধীন কুমার কুন্ডু, গাবতলী পৌরসভায় সাইফুল ইসলাম। এরা সবাই বর্তমান মেয়র। এছাড়াও কাহালু পৌরসভায় আব্দুল মান্নান, ধুনট পৌরসভায় আলীমুদ্দীন হারুন দলীয় মনোনয়ন পাওয়ার দিক থেকে এগিয়ে রয়েছেন।লিমন বাসার/এআরএ/আরআইপি

Advertisement