অনেক দিন থেকেই নিজেকে মেলে ধরতে পারছিলেননা সৌম্য সরকার। `এ` দলের হয়ে সর্বশেষ ভারত এবং দক্ষিণ আফ্রিকা সফরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) রান পাচ্ছিলেন না এই তারকা ব্যাটসম্যান। তবে দলের ষষ্ঠ ম্যাচে স্বস্তিদায়ক অর্ধশত তুলে নিয়েছেন তিনি। তবে এখানেই থেমে থাকতে চাননা এই ওপেনার। পরের ম্যাচ থেকেই আবার শুরু করতে চান এই হালের সেনসেশন।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সৌম্য বলেন, `না, আত্মতুষ্টির কিছু নেই। সামনে ম্যাচ আছে। খেলোয়াড়দের স্বস্তি বলতে মনে হয় না কিছু আছে। পরের ম্যাচে আরও বেশি চাপ।`তবে চাপটা কেবল নিজের দায়িত্ববোধ থেকেই পান সৌম্য। দল থেকে এমন কোন চাপ নেই বলে জানান তিনি। এই প্রসঙ্গে বলেন, `চাপ দলের পক্ষ থেকে ছিল না। খারাপ খেলছি তাই নিজের ভেতর থেকে ছিল। যে দলের হয়েই খেলি না কেন, তাদের কিছু দেওয়া বা নিজেকে প্রমাণ করা অনেক বড় ব্যাপার। সেটা করতে পারছিলাম না। আজকে যেটুকুই খেলেছি, হয়তবা তারা খুশি হলেও আমি খুশি না। আগের ম্যাচগুলি যেভাবে শুরু করেছিলাম, বড় করতে পারলে আমার জন্য ভালো হতো।`ছয় ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে সৌম্যর দল রংপুর রাইডার্স। আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে বেলা ২টায় বরিশাল বুলসের মোকাবেলা করবে দলটি।আরটি/এমআর/আরআইপি
Advertisement