দেশজুড়ে

নারায়ণগঞ্জে সরকারি নির্দেশ অমান্য, খোলা রয়েছে পার্ক

করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউনে সারাদেশে সব বিনোদন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশনা ছিল। কিন্তু সরকারি সে নির্দেশনা অমান্য করে নারায়ণগঞ্জে অ্যাডভেঞ্চার ল্যান্ড ও চৌরঙ্গী পার্কটি ঈদের দিন থেকেই খোলা রাখা হয়েছে।

Advertisement

শনিবার (১৫ মে) বিকেলে দেখা যায়, নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় অ্যাডভেঞ্চার ল্যান্ড ও শহরের খানপুর এলাকার চৌরঙ্গী পার্কটি চালু রয়েছে। পার্কগুলোতে সব বয়সের নারী-পুরুষ ছাড়াও শিশুদের অবাধ বিচরণ দেখা গেছে। লোকজনের উপস্থিতিতে দেখে মনে হয়নি দেশে করোনাভাইরাসে ভয়াবহ রূপ নিয়েছে। পার্কে আসা লোকদের মুখে মাস্কও দেখা যায়নি। গাদাগাদি করে পার্কে প্রবেশ করেছে মানুষ।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক দর্শনার্থী বলেন, প্রশাসনের তদারকি না থাকায় পার্ক কর্তৃপক্ষ সরকারি নির্দেশ অমান্য করে পার্ক চালু রাখার সাহস পেয়েছে। আবার অনেকের অভিযোগ প্রশাসনকে ম্যানেজ করে পার্ক চালু রাখা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদী সিদ্দিকী বলেন, পার্ক দুটি চালু রয়েছে এমন খবর আমাদের কাছে নাই। যদি চালু রাখে তাহলে অন্যায় করেছে। আমরা বিষয়টি খবর নিয়ে ব্যবস্থা নিবো।

Advertisement

মো. শাহাদাত হোসেন/আরএইচ/জিকেএস