গত মঙ্গলবার সকাল থেকে ভৈরবসহ কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় সার ডিলারদের দোকান বন্ধ থাকায় কৃষকরা কোনো সার কিনতে পারেননি। সোমবার প্রতি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ভ্রাম্যমাণ আদালত করে সার ডিলারদের দোকানে প্লাস্টিকের বস্তায় সার থাকায় অনেক ডিলারকে জরিমানা করেন। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) নির্দেশে সারাদেশের মতো কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার ১শ ৭৫ জন সার ডিলার তাদের ব্যবসা প্রতিষ্ঠান মঙ্গলবার সকাল থেকে বন্ধ করে দেয়। এদিন ডিলাররা সার বিক্রি বন্ধসহ বরাদ্দের কোন সার দেশের কোন কারখানা, বিএডিসি বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে উত্তোলন করেনি। ফলে বর্তমান রবি ও বোরো মৌসুমে অসংখ্য কৃষক এ জেলার ১৩টি উপজেলার ডিলারগণের দোকানে গিয়ে সার পায়নি। ডিলাররা অভিযোগ করেছে, আমাদের প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত সার সরকার দেশের বিভিন্ন কারখানা, বিএডিসি ও আমদানিকারকদের কাছ থেকে ডিলারদেরকে সরবরাহ করে। ডিলাররা কোনো সার উৎপাদন করে না। সরকার যদি প্লাস্টিক বস্তায় সার ভর্তি করে আমাদের সরবরাহ দেয় তাহলে আমরা কি করব? ভ্রাম্যমাণ আদালত ডিলারদেরকে এ কারণে জরিমানা করবে কেন? কয়েকজন ডিলার অভিযোগ করে জাগো নিউজকে জানান, সরকার সার সরবরাহের স্থান থেকে পাটের বস্তায় সার ভরে সরবরাহ করলেই পারেন। এরই প্রতিবাদে কেন্দ্রীয় বিএফএ এর নির্দেশে মঙ্গলবার কিশোরগঞ্জ জেলার ডিলারগণ তাদের বিক্রয় কেন্দ্রগুলো বন্ধ রেখেছে বলে তারা জানান। সরকার এই ব্যাপারে একটি সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তারা সারের দোকান খুলবে না বলে জানিয়েছে। ভৈরবের সাদেকপুর ইউনিয়নের কৃষক মো. আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, সারাদিন ঘুরেও ডিলারদের দোকানে এক বস্তা সার পায়নি। এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা বিএফএ এর সভাপতি মো. নাদিরুজ্জামা ভূঁইয়া জাগো নিউজকে জানান, সরকার প্লাস্টিক বস্তায় ভরে ডিলারদেরকে সার সরবরাহ না দিয়ে পাটের বস্তায় ভরে সরবরাহ করুক। ডিলারদের ঘরে মজুদকৃত সার ডিলাররা উৎপাদন করেনি। ভ্রাম্যমাণ আদালত ডিলারদেরকে জরিমানা করার প্রতিবাদে আমরা সার বিক্রি বন্ধ রেখেছি। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যঅসোসিয়েশন (বিএফএ) এর চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটন মুঠোফোনে জাগো নিউজকে জানান, প্লাস্টিক বস্তায় সার ডিলাররা রাখেনি। সরকার পাটের বস্তায় সার ভর্তি করে সরবরাহ দিলেই ডিলাররা পাটের বস্তার সার বিক্রি করবে। সারা দেশে ডিলারদেরকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করার প্রতিবাদে আমার নির্দেশে সার বিক্রি বন্ধ রয়েছে। সরকারি একটি সিদ্ধান্ত দিলেই ডিলাররা আবার সার বিক্রি শুরু করবে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক জি. এফ. এম জাফরউলাহ এ জাগো নিউজকে জানান, আগামী সাত দিন এ ব্যাপারে কোনো ভ্রাম্যমাণ আদালত হবে না। তিনি বলেন, আমি বিএফএ সভাপতি মো. নাদিরুজ্জামান ভূঁইয়াকে অনুরোধ করেছি সারের দোকানগুলো খুলে দিতে। তিনি বলেন, একই সঙ্গে আমি প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি এখন যেন মোবাইল কোর্ট না করা হয়। আসাদুজ্জামান ফারুক/এমজেড/পিআর
Advertisement