মেহেরপুরের গাংনীতে গরুর শিংয়ের গুঁতোয় মুসলিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
Advertisement
শনিবার (১৫ মে) বিকেলে উপজেলার ধানখোলা ইউনিয়নের মহিষাখোলা গ্রামে গোয়াল ঘর পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে। নিহত মুসলিমা খাতুন ওই গ্রামের বজলুর রহমানের স্ত্রী।
বজলুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় বিকেলে মুসলিমা গোয়াল ঘর পরিষ্কার করছিল। এসময় একটি গরুর শিং দিয়ে গুঁতো দিলে মুসলিমা মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুসলিমা এক সন্তানের জননী ছিলেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Advertisement
আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস