দেশজুড়ে

ভূমি অফিসে হঠাৎ প্রতিমন্ত্রী : তিন কর্মকর্তা বরখাস্ত

গাজীপুরে ভূমি অফিসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও দুই ভূমি কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।মঙ্গলবার সকালে ভূমি প্রতিমন্ত্রী মো. সাইফুজ্জামান চৌধুরী আকষ্মিকভাবে গাজীপুরের কয়েকটি ভূমি অফিস পরিদর্শনে গিয়ে তাদের বরখাস্ত ও শান্তিমূলক বদলির নিদের্শ দেন।সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. জালাল উদ্দিন, বাসন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. ইউসুফ আলী ও কাশিমপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা দীপক কুমার সাহা। এছাড়া কালিয়াকৈর উপজেলার সাবাজপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা বাবুল মিয়া ও একই উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুড়ি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানকে শাস্তিমূলক বদলির নির্দেশ দেয়া হয়েছে।পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, কিছু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। হয়রানি শিকার হচ্ছে জনগণ। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কাজের গাফিলতি, মানুষকে হয়বানি করার জন্য ইতোমধ্যে বিভিন্ন অফিসে কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তদন্ত হবে, তদন্ত অনুযায়ী আরো শান্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, সারা বাংলাদেশেই কিছু কিছু জায়গায় সমস্যা আছে। অনেক জায়গায় ইতোমধ্যে উন্নতি হয়েছে। আরো অনেক বেশি উন্নতি হওয়া প্রয়োজন।গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, গাজীপুরের কয়েকটি ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ভূমি প্রতিমন্ত্রী সকালে গাজীপুরে আকস্মিক পরিদর্শনে আসেন। এ সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ায় গাছা, বাসন ও কাশিমপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং সাবাজপুর ও মোথাজুড়ি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাকে শাস্তিমূলক বদলির নির্দেশ দিয়েছেন।আমিনুল ইসলাম/এআরএ/পিআর

Advertisement