জাতীয়

ঈদের দিনও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে বিদেশফেরত ৩৯৬ জন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ঈদের দিনও (১৪ মে) ২১টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২ হাজার ৭৫৭ জন যাত্রী। তাদের অধিকাংশ প্রবাসী কর্মী। দেশে ফেরত যাত্রীদের মধ্যে ৩৯৬ জনকে সরকার নির্ধারিত আবাসিক হোটেল ও সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার এবং ২ হাজার ৩৬১ জনকে হোম কোযারেন্টাইনে পাঠানো হয়। ঈদের আগের দিনও ২২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২ হাজার ৯২৬ জন। তাদের মধ্যে ৩৪১ জনকে প্রাতিষ্ঠানিক ও ২ হাজার ৫৮৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Advertisement

শাহজালাল আন্তর্জাাতিক বিমানবন্দরে স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।

মহামারি করোনাকালে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১৪ মে পর্যন্ত ১৩ লাখেরও বেশি যাত্রী দেশে ফেরেন। তাদের মধ্যে ৪১ হাজারেরও বেশি যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও অন্যান্য যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

সরকারি নির্দেশনায় বিভিন্ন সময়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সময়সীমা নির্ধারনণ করা হয়। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী করোনার নেগেটিভ সনদ নিয়ে আসলেও বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তবে নেগেটিভ সনদ ও করোনার দুই ডোজ টিকা নেয়া থাকলে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

Advertisement

এমইউ/ইএ/এমকেএইচ