বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকা ‘বদিপাড়া বিওপি’ পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।
Advertisement
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (১৪ মে) রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) অধীনস্থ বদিপাড়া বিওপিতে অবস্থানরত সৈনিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে তিনি দুর্গম এই বিওপি পরিদর্শন করেন।
বিজিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে মহাপরিচালক বিওপিতে অবস্থানরত সৈনিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন এবং সৈনিকদের পরিবারের খোঁজখবর নেন। বিজিবি প্রধান দুর্গম পার্বত্য অঞ্চলে ফার্স্ট লাইন অব ডিফেন্সে নিয়োজিত থেকে উভয় দেশের সঙ্গে আন্তরিকতা ও সুসম্পর্ক বজায় রেখে পেশাদারিত্বসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় সীমান্তরক্ষীদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া দুর্গম পাহাড়ি অঞ্চলে সব জনগোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় সবার প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করেন বিজিবি মহাপরিচালক। এসময় মহাপরিচালক বদিপাড়া বিওপিতে একটি ফলদ গাছের চারা রোপণ করেন।
মহাপরিচালকের পরিদর্শনের সময় বিজিবি সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল এএমএম খায়রুল কবির, পরিচালক (পরিকল্পনা) লেফটেন্যান্ট কর্নেল আরেফুর রহমান, পিএস টু ডিজি লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার ও ক্যাপ্টেন মো. আবু নাইম তার সঙ্গে ছিলেন।
Advertisement
এসময় রাঙ্গামাটির সেক্টর কমান্ডার ও রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) অধিনায়ক উপস্থিত ছিলেন।
শংকর হোড়/এসআর/এমকেএইচ