দেশজুড়ে

সংস্কৃতি কর্মীরাই ষড়যন্ত্র মোকাবেলা করবে : নূর

বরিশালে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে বিদেশিদের হত্যা করা হচ্ছে। এটা কোনো রাজনৈতিক আদর্শ হতে পারে না। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বান্দ রোডে শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এ অবস্থা রাজনৈতিকভাবে মোকাবেলা করাও সম্ভব নয়। এজন্য তিনি সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান। একমাত্র সাংস্কৃতি কর্মীরাই সাংস্কৃতির মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলা করতে পারে বলে মন্তব্য করেন তিনি। জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুচ, সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। পরে সেখানে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা হাসানুর রশিদ মাকসুদ জাগো নিউজকে জানান, জেলা পরিষদের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্বের কারণে জরাজীর্ণ বরিশাল শিল্পকলা ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শিল্প বিকাশের কার্যক্রম পরিচালিত হতো। পরে এর কার্যক্রম বরিশাল অডিটোরিয়াম ভবনের একটি কক্ষে স্থানান্তর করা হয়।  ১৪ কোটি টাকা ব্যয়ে চারতলা শিল্পকলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্ধোধন করেছেন সংস্কৃতি মন্ত্রী। ভবনে অফিস ছাড়াও ৪৬২ আসনের গ্যালারি, উম্মুক্ত মঞ্চ এবং আর্ট গ্যালারি থাকছে।সাইফ আমীন/এমজেড/আরআইপি

Advertisement