জাতীয়

প্লাস্টিক শিল্পের জন্য আলাদা ‘নগরী’

দেশের সম্ভাবনাময় খাত হিসেবে পরিচিত প্লাস্টিক শিল্পের জন্য আলাদা শিল্পনগরী করবে সরকার। প্লাস্টিক শিল্প কারখানাগুলোকে সেখানে স্থানান্তর করা হবে। প্রস্তাবিত পরিবেশসম্মত শিল্পনগরীটি ঢাকার অদূরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ৫০ একর জমিতে গড়ে উঠবে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল  বলেন, প্লাস্টিক শিল্পের জন্য একটি আলাদা নগরী গড়ে তোলা হবে। বিসিক প্লাস্টিক শিল্পনগরী’ প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জে পরিকল্পিতভাবে স্থানান্তর করা হবে ক্ষুদ্র প্লাস্টিক কারখানাগুলো। প্রকল্পের মোট ব্যয় হবে ১৩৩ কোটি টাকা। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে বিসিক। প্রকল্পের আওতায় ৩৬০ শিল্প স্থাপনের লক্ষ্যে উদ্যোক্তাদের জন্য অবকাঠামোগত সুবিধা দেওয়া হবে। মানসম্মত প্লাস্টিক পণ্যের উৎপাদন বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে। জানা যায়, বর্তমানে দেশে প্রায় ৫ হাজার ৩০টি প্লাস্টিক শিল্প কারখানা আছে যার মধ্যে অধিকাংশই বেসরকারি মালিকানাধীন। এর মধ্যে ৫০টি বড়, ১ হাজার ৪৮০টি মাঝারি এবং প্রায় সাড়ে তিন হাজারটি ক্ষুদ্র প্লাস্টিক কারখানা। এদিকে, একনেকে প্লাস্টিক শিল্প নগরী প্রকল্প অনুমোদন পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারণ ও রফতানিকারক সমিতি। এসএ/এসএইচএস/এএইচ/পিআর

Advertisement