করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ১০৩ জন।
Advertisement
এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা ৫৭৬ জনে দাঁড়াল এবং শনাক্তের সংখ্যা হয়েছে ৫১ হাজার ৭০৪ জন।
শুক্রবার (১৪ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ২৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৭১ জন ও উপজেলার ৩২ জন।
Advertisement
গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে সাতজন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৮ জনের করোনা পরীক্ষা করা হয়।
এছাড়া ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে পাঁচজন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৫ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ছয়জন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে সাতজনের করোনা পরীক্ষা করা হয়।
মিজানুর রহমান/জেডএইচ/
Advertisement