দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে কমপক্ষে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Advertisement
রকেটগুলো বৃহস্পতিবার (১৩ মে) ইসরায়েল সীমান্তের নাকৌড়ার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়। খবর এপির।
ইসরায়েলের সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, লেবানন থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়।
এই হামলা কারা চালিয়েছে তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, ইসরায়েলের শত্রু হিজবুল্লাহ হামলা চালাতে পারে।
Advertisement
এদিকে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল-ফিলিস্তিন। ইতোমধ্যে গাজায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় এখন পর্যন্ত ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অপরদিকে ইসরায়েল অভিমুখে হামাসের রকেট হামলা এখন পর্যন্ত সাতজন ইসরায়েলি নিহত হন। তাদের মধ্যে একজন ভারতীয় নারী ও ইসরায়েলি এক সেনা রয়েছেন।
এরইমধ্যে গাজা সীমান্তে বিপুল পরিমাণ সেনা ও ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েল।
জেডএইচ/
Advertisement