ফরিদপুরের সদরপুর উপজেলার ইলেক্ট্রিক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে মিন্টু ব্যাপারী দেহাবশেষ উদ্ধার ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ জুন থেকে তিনি নিখোঁজ ছিলেন। ছেলের সন্ধান চেয়ে তার মা প্রথমে সদরপুর থানায় সাধারণ ডায়েরি ও পরে আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে সদরপুরের আড়াইরশি বিল থেকে মিন্টুর দেহাবশেষ উদ্ধার করা হয়। এ বিষয়ে দুপুর আড়াইটায় পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফ্রিং করা হয়। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানিয়েছে, মিন্টুর মোবাইল ফোন ট্রাকিং করে প্রথমে একজনকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে সদরপুরের আটরশি এলাকার আব্দুর রব মাতুব্বরের ছেলে আমিনুল ইসলাম ওরফে মুন্নু ও মাজেদ সর্দারের ছেলে সাকিব সর্দারকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মিন্টুর মাথায় আঘাত করে মিন্টুকে হত্যার কথা স্বীকার করেন তারা। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সদরপুর উপজেলার আড়াইরশি বিল থেকে মিন্টুর দেহাবশেষ উদ্ধার করা হয়। মিন্টুর মা মরদেহের পরনের কাপড় দেখে তার ছেলেকে সনাক্ত করেন। আটকদের আজই আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এস.এম. তরুন/এমজেড/পিআর
Advertisement