ক্যাম্পাস

মাস্টার্স প্রথম পর্বের ফল প্রকাশ সন্ধ্যায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফল মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত হবে। প্রকাশিত ফল SMS এর মাধ্যমে Message অপশনে গিয়ে nu<space>MP<space> Roll লিখে 16222 নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে। এ পরীক্ষায় ৩০টি বিষয়ে ৮১টি কলেজের ৬০টি কেন্দ্রের মাধ্যমে মোট ৮৩৫৩৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।১০ সেপ্টেম্বর তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত ক্র্যাশ প্রোগ্রামের আওতায় নির্ধারিত তিন মাসের মধ্যেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স/ডিপ্লোমা প্রফেশনাল ভর্তির দ্বিতীয় মেধা তালিকা বিকেল ৪টায় প্রকাশ করা হয়েছে। এ ফলাফল SMS এর মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে (NU<space>ATPM<space>Roll No লিখে 16222 নম্বরে ঝবহফ  করে ফল জানা যাবে এবং মঙ্গলবার রাত ৯টায় ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) অথবা (admissions.nu.edu.bd) থেকে পাওয়া যাবে।ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। আমিনুল ইসলাম/এআরএ/পিআর

Advertisement