চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘আন্তর্জাতিক বিষয়’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : চীনের সর্বশেষ সম্রাটের নাম কী? উত্তর : সম্রাট লুই।২. প্রশ্ন : সম্রাট লুই কবে সিংহাসন ত্যাগ করেন? উত্তর : ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি। ৩. প্রশ্ন : চীনের সংবিধান সংশোধনের ব্যাপারে সর্বময় ক্ষমতার অধিকারী কে? উত্তর : চীন কংগ্রেস।৪. প্রশ্ন : কমিউনিস্ট পার্টি কোন সালে চীনের ক্ষমতা গ্রহণ করে? উত্তর : ১৯৪৯ সালে। ৫. প্রশ্ন : চীনের কাছে হংকং হস্তান্তর করা হয় কবে? উত্তর : ১৯৯৭ সালের ১ জুলাই। ৬. প্রশ্ন : হংকংয়ে বৃটিশ শাসনের অবসানের পর সেখানে প্রথম গভর্নর হিসেবে কে দায়িত্ব নেন? উত্তর : তুং চি হুয়া। ৭. প্রশ্ন : হংকং চীনের অন্তর্ভুক্ত হওয়ার পর কবে প্রথমবারের মত নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর : ২৪ এপ্রিল ১৯৯৮।৮. প্রশ্ন : পর্তুগীজ কবে চীনের কাছে ম্যাকাও হস্তান্তর করে? উত্তর : ১৯৯৯ সালের ১৯ ডিসেম্বর। ৯. প্রশ্ন : পর্তুগাল কবে ম্যাকাও হস্তান্তরের ঘোষণা দেয়? উত্তর : ১৯৮৭ সালে। ১০. প্রশ্ন : ফালুন গং কী? উত্তর : চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন। ১১. প্রশ্ন : ফালুন গংয়ের উত্থান ঘটে কোন সালে? উত্তর : ১৯৯২ সালে। ১২. প্রশ্ন : চীনের সরকার কবে ফালুন গং আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করে? উত্তর : ১৯৯৯ সালের ২২ জুলাই। ১৩. প্রশ্ন : ফালুন গং আন্দোলনের মূল নেতা কে? উত্তর : রী হং ঝি। ১৪. প্রশ্ন : চীন কবে তিব্বতে ধর্মীয় স্বাধীনতা দান করে? উত্তর : ২৭ মে ১৯৫১ সালে। ১৫. প্রশ্ন : মাঞ্চুরিয়া বিষয়ে চীন ও রাশিয়ার মধ্যে কবে চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর : ১৯০২ সালের ৮ এপ্রিল। ১৬. প্রশ্ন : চীনের কাছে রাশিয়া কবে মাঞ্চুরিয়া হস্তান্তর করে? উত্তর : ১৮ জুলাই ১৯০২ সালে। ১৭. প্রশ্ন : চীনের সঙ্গে তাইওয়ান কবে সরাসরি বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয়? উত্তর : ২২ মার্চ ২০০০।১৮. প্রশ্ন : চীনে কবে দাস প্রথা অবলুপ্ত হয়েছে? উত্তর : ১৯১০ সালের ১০ মার্চ।১৯. প্রশ্ন : চীনে কবে ২ হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে? উত্তর : ১৯১১ সালের ১০ অক্টোবর।২০. প্রশ্ন : চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট কে? উত্তর : ড. সান ইয়াং সেন।এসইউ/পিআর
Advertisement