প্রবাস

কুয়েতে নিরানন্দে ঈদ উদযাপন বাংলাদেশিদের

ঈদ মানে খুশি ঈদ মানেই অনাবিল আনন্দ। একমাস সিয়াম সাধনার শেষে মধ্যেপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতে মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টা ১২ মিনিটে কুয়েতের জাতীয় মসজিদ আল কাবিরসহ বিভিন্ন মসজিদ ও অস্থায়ী ঈদগাহে ময়দানে ঈদের নামাজ আদায় করেন কুয়েতী নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা।

কুয়েতে বাংলাদেশি এলাকা হাসাবিয়ায় মসজিদ আল নাছেরে সবচাইতে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রবাসী বাংলাদেশিরা একে অপরের সঙ্গে কূশল বিনিময় করেন।

প্রবাসীরা বলছেন, ঈদ আনন্দের হলেও এবারের ঈদ ছিল নিরানন্দদের। কারণ বৈশ্বিক মহামারি পরিস্থিতি মোকাবিলায় কুয়েতের সঙ্গে সকল বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকার ফলে অনেকেই ইচ্ছা থাকলেও দেশে যেতে পারছেন না দেশে পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।

Advertisement

সরকারের অর্পিত স্বাস্থ্যবিধি অনুযায়ী কারফিউ ও লকডাফনের ফলে চাকরি যেমন হারিয়েছে পার্টটাইম অভারটাইমের মতো বাড়তি আয়ের সুযোগ হারিয়েছে ব্যবসায়ীরা। নির্ধারিত সময়ের আগেই তাদের প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে।

ফলে তাদের প্রতিষ্ঠানের ভাড়া শ্রমিকদের বেতনসহ নিজে দৈনন্দিন জীবনের খরচ সবমিলিয়ে এই বছরের আর্থিক ক্ষতির সম্মুখীন প্রবাসী বাংলাদেশিরা। এবারের ঈদের নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি ও বৈশ্বিক মহামারি থেকে মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এমআরএম/জিকেএস

Advertisement