ধর্ম

হালাল রিযিক বৃদ্ধির আমল

নিয়মতান্ত্রিকভাবে যে আমল বা কাজই করা হয়, তার একটি সুফল অবশ্যই পাওয়া যায়। আর এ নিয়মিত আমল যদি হয় কুরআনের আমল। আর প্রাপ্তি হয় পরিপূর্ণ, তবে তা হবে মানুষের জন্য দুনিয়াতে জান্নাতি বসবাস। আল্লাহ তাআলার সমগ্র কুরআন, এমনই একটি আমলি গ্রন্থ। দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দাকে যে আমলের বরকতে রিজিক বৃদ্ধি করে দিবেন। তা জাগো নিউজে তুলে ধরা হলো-اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مَنْ يَشَاءُ وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ উচ্চারণ: আল্লাহু লাতিফুম্ বি-ইবাদিহি ইয়ারজুকু মাইয়্যাশায়ু, ওয়া হুয়াল কাভিয়্যুল আজিজ। অর্থ : আল্লাহ তাঁর বান্দাদের প্রতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা, রিযিক দান করেন। তিনি প্রবল, পরাক্রমশালী। (সুরা শুরা : আয়াত ১৯)যে বা যারা প্রতিদিন সকালে নিয়ম করে, একনিষ্ঠতার সঙ্গে ৭০ বার এ আয়াত পড়বে, সে সর্বদা রিজিকের সংকট থেকে পরিত্রাণ লাভ করবে। আল্লাহ তাআলা সমগ্র মুসলিম উম্মাহকে রিজিকের অভাব থেকে হিফাজত করুন। আমিন।জাগো ইসলামে লেখা পাঠাতে ই-মেইল : jagoislam247@gmail.comজাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।এমএমএস/পিআর

Advertisement