ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের অনশন শুরু করেছেন। বুধবার বেলা পৌনে দুইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে আন্দোলনকারী জাতীয় সংগীত গেয়ে এ কর্মসূচি শুরু করেন।কর্মসূচি থেকে এক শিক্ষার্থী ঘোষণা দেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন।এর আগে সকাল ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। সেখানে তারা দুই ঘণ্টার মতো অবস্থানের পর দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে অগ্রসর হন। মিছিলটি কার্জন হলের সামনে দোয়েল চত্বর পর্যন্ত গেলে পুলিশ বাধা দেয়। প্রতিবন্ধকতা দিয়ে সড়ক বন্ধ করে দেয় পুলিশ। সেখানে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।পরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাঁচজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে স্মারকলিপি জমা দিতে যান। বেলা পৌনে একটার দিকে শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন বঙ্গভবনে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা মো. সেন্টু রহমান।
Advertisement