আন্তর্জাতিক

এবার গঙ্গার তীরে মিলল বালিতে পোঁতা লাশ

করোনা মহামারির মধ্যে ভারতের কয়েকটি প্রদেশে নদীতে লাশ ভেসে যাওয়ার ঘটনা বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে। এবার একাধিক লাশের খোঁজ মিলল নদীর তীরে।

Advertisement

দেশটির উত্তরপ্রদেশের উন্নাও জেলায় গঙ্গা নদীর তীরে বালির নিচে পাওয়া গেল এসব মরদেহ। নদীর ধারে এ রকম দুটি জায়গা থেকে বেশ কয়েকটি লাশ উদ্ধার হয়েছে।

তবে এগুলো করোনা আক্রান্তদের লাশ কি-না সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। স্থানীয়দের মোবাইলে তোলা ভিডিয়োতে দেখা গিয়েছে, বালির নিচে পুঁতে রাখা অধিকাংশ দেহ গেরুয়া কাপড়ে মোড়ানো ছিল।

এ ব্যাপারে উন্নাওয়ের জেলাশাসক রবীন্দ্র কুমার বলেছেন, ‘কিছু লোক দেহ না পুড়িয়ে নদীর ধারে বালিতে পুঁতে দেন। দেহ উদ্ধারের খবর পেয়ে আমি অফিসারদের ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তাদের ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে বলছি।’

Advertisement

তবে দেহগুলো কোভিড রোগীদের কি-না সে ব্যাপারে এখনো নিশ্চিত তথ্য নেই বলেই জানিয়েছেন তিনি।

স্থানীয়রা মনে করছেন, মরদেহ পোড়ানোর কাঠের অভাবেই এভাবে পুঁতে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, এই সপ্তাহেই উত্তরপ্রদেশের গাজীপুরে গঙ্গায় দেহ ভাসতে দেখা যায়। সেই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা গিয়েছিল বিহারেও।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Advertisement

এমআরআর/এমকেএইচ