‘পাগল মন, মনরে মন কেন এতো কথা বলে’ ৯০ দশকে এই গানটি গেয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন সংগীতশিল্পী দিলরুবা খান। আজও মানুষের মুখে মুখে ফেরে এ গান। নতুন প্রজন্মের শিল্পীরা রিমিক্স করে গেয়ে জনপ্রিয়তা পাচ্ছেন।
Advertisement
দিলরুবা খানের নতুন খবর হলো, আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে আবারও গান নিয়ে আসছেন নন্দিত এই সংগীতশিল্পী। এ গানের শিরোনাম ‘সুখের পালে হাওয়া’।
গানটির কথা-সুর করেছেন গীতিকবি ফকির হযরত শাহ। এর সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।
গানটি প্রকাশ হবে ভিডিও আকারে। এর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আশিক মাহমুদ।
Advertisement
নতুন গান প্রসঙ্গে কিংবদন্তি এই শিল্পী বলেন, 'গানটির কথাগুলো দারুণ। কথার সঙ্গে মিল রেখে সংগীতায়োজনও দারুণ হয়েছে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।
এছাড়াও নিয়মিত আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসেই নতুন গান প্রকাশ করছি।'
ফকির হযরত শাহ জানান, 'যদিও ফোক গান বেশি পছন্দ করি এবং আমাদের দিলরুবা খানও ফোক লিজেন্ড। তবে আমরা এবার একটু ভিন্ন ভাবে নিজেদেরকে উপস্থাপন করতে যাচ্ছি। ঈদ স্পেশাল হিসেবে আমার কথা-সুরে এম এম পি রনির সংগীতে দারুণ একটা আধুনিক গান সবাইকে উপহার দেওয়ার চেষ্টায় আছি।'
তিনি আরও বলেন, 'এর আগে আমার কথা ও সুরে দিলরুবা খান’র কন্ঠে ‘ভুল নিলামে বিকাইয়াছি মন’ এবং ‘আমার অস্তিত্ব’ গানটি ব্যাপকভাবে সবার প্রশংসা কুড়িয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের এবারের আয়োজন আপনাদের কর্ণকুহরে পৌঁছে যাবে হৃদয়কে সজীবতা এনে দেওয়ার মতো করে আমি বিশ্বাস করি। আর হ্যাঁ! গান পিপাসীগণ সবাইকে কথা দিচ্ছি এই গান সুস্বাদু শরবতের মতো একটানে শুনে তৃপ্তির ঢেঁকুর তোলার মতো হবে ইনশাআল্লাহ।'
Advertisement
ঈদ উপলক্ষে ‘সুখের পালে হাওয়া’ গানটির ভিডিও দিলরুবা খান নিজস্ব ইউটিউব চ্যানেল অবমুক্ত হবে।
এলএ/এমকেএইচ