আন্তর্জাতিক

এক ছেলের শেষকৃত্য শেষে আরেক ছেলের লাশ দেখলেন বাবা

এক ছেলের শেষকৃত্য করে বাড়ি ফিরে দ্বিতীয় ছেলেরও লাশ দেখলেন এক বাবা। মঙ্গলবার (১২ মে) ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা এলাকায়।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল ভারত। হাসপাতাল, শ্মশান, কবরস্থান থেকে মর্মান্তিক দৃশ্য উঠে আসছে। তার মধ্যেই গ্রেটার নয়ডায় ২৪ ঘণ্টায় দুই ছেলেকেই হারালেন এক প্রবীণ দম্পতি। প্রথম ছেলেকে দাহ করে বাড়িতে ফিরতেই দ্বিতীয় ছেলের নিথর দেহ পড়ে থাকতে দেখলেন তারা।

মঙ্গলবার দিল্লি সংলগ্ন গ্রেটার নয়ডার জালালপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এদিন সকালে ওই গ্রামের বাসিন্দা আতার সিংহের ছেলে পঙ্কজের মৃত্যু হয়। বেশকিছু দিন ধরেই অসুস্থ ছিলেন পঙ্কজ। বাবাসহ আত্মীয়-স্বজনরা পঙ্কজের সৎকার করতে যান।

আতার সিংহের আরেক ছেলে দীপকও বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাই ভাইয়ের সৎকারে না গিয়ে বাড়িতেই ছিলেন তিনি। কিন্তু পঙ্কজের সৎকার সেরে আতার বাড়ি ফিরে দেখেন দীপকের নিথর দেহ পড়ে রয়েছে। মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে দুই ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ আতার সিংহ ও তার স্ত্রী। শোকের ছায়া নেমেছে পুরো গ্রামেও।

Advertisement

তবে পঙ্কজ এবং দীপক বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকলেও তারা করোনায় আক্রান্ত হয়েছিলেন কি-না তা নিশ্চিত জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, গত ২৮ এপ্রিলের পর থেকে ওই গ্রামে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের সবার শরীরেই জ্বর ছিল। শ্বাসকষ্টেও ভুগছিলেন অনেকে। কিন্তু শহরের দিকে যে হারে করোনা পরীক্ষা হচ্ছে, গ্রামের দিকে এখনো তা হচ্ছে না বলে দাবি করেছেন তারা। তাই এই দুই ভাই করোনা সংক্রমিত হয়েছিলেন কি-না জানা যায়নি।

এমআরআর/এমকেএইচ

Advertisement