মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে জার্মানি। সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে জার্মানির যোগ দেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের মন্ত্রিসভা। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জার্মান মন্ত্রিসভায় পাস হওয়া এই প্রস্তাব পার্লামেন্টের অনুমোদন পেলে জার্মানির টর্নেডো জেট, রিফুয়েলিং এয়ারক্র্যাফট, একটি ফ্রিগেট এবং ১২০০ সৈন্য আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে যোগ দেবে।১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ হামলার পর আইএসের বিরুদ্ধে লড়তে জার্মানিকে আহ্বান জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ। এর পরিপ্রেক্ষিতেই আইএসের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। এ নিয়ে বুধবার জার্মানির পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পার্লামেন্টে এ প্রস্তাবটি পাস হলে এটিই হবে নিজ দেশের বাইরে জার্মানির সবচেয়ে বড় সামরিক অপারেশন।এর আগে গত সপ্তাহে আফ্রিকার দেশ মালিতে ৬৫০ জন সেনা সদস্য মোতায়েনে রাজি হয়েছে। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মালিতে ফ্রান্সের দেড় হাজার সৈন্য মোতায়েন রয়েছে।জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক- ওয়াল্টার স্টেইনমেয়ার দেশটির বিল্ড সংবাদপত্রকে বলেন, সেনাবাহিনীর জন্য যা দরকার আমরা তাই করছি। প্রতিপক্ষের বিরুদ্ধে যেমন আইএসের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রচুর মনোবল প্রয়োজন।এসআইএস/আরআইপি
Advertisement