খেলাধুলা

করোনায় এবার না ফেরার দেশে আরেক ভারতীয় ক্রিকেটারের বাবা

চেতন সাকারিয়া, পিযুশ চাওলার পর এবার করোনার কারণে বাবাকে হারালেন আরেক ভারতীয় ক্রিকেটার আরপি সিং। ভারতের সাবেক এই পেসারের বাবা শিবপ্রসাদ সিং মৃত্যুবরণ করেন আজ (বুধবার) সকালে। টুইটবার্তার মাধ্যমে এই খবর নিজেই জানিয়েছেন আরপি সিং।

Advertisement

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত পুরো ভারত। চারিদিকে কেবল মৃত্যুর মিছিল। মরণব্যাধি এই ভাইরাসের থাবা থেকে বাদ যাচ্ছে না ভারতের ক্রীড়াঙ্গনও। বেশ কয়েকজন সাবেক খেলোয়াড় কিংবা খেলোয়াড়দের পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে।

আরপি সিংয়ের বাবা শিবপ্রসাদ সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন সুরেশ রায়না, পার্থিব প্যাটেল, ইরফান পাঠান, মুনাফ প্যাটেল থেকে শুরু করে আরপি সিংয়ের সতীর্থরা।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে করোনায় আক্রান্ত ছিলেন উত্তরপ্রদেশের সাবেক এই ক্রিকেটারের বাবা শিবপ্রসাদ। তবে বুধবার সকালে এই লড়াইয়ে হার মানেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর কিছুক্ষণ পরে টুইট করে নিজেই দুঃসংবাদটি দিলেন আরপি সিং। টুইটারে লেখেন, ‘খুবই দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমার বাবা মৃত্যুবরণ করেছেন। করোনা আক্রান্ত হয়ে ১২ মে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের আবেদন, বাবার জন্য আপনারা প্রার্থনা করুন।’

Advertisement

It is with deepest grief and sadness we inform the passing away of my father, Mr Shiv Prasad Singh. He left for his heavenly abode on 12th May after suffering from Covid. We request you to keep my beloved father in your thoughts and prayers. RIP Papa. ॐ नमः शिवाय

— R P Singh रुद्र प्रताप सिंह (@rpsingh) May 12, 2021

এরপরই সুরেশ রায়না, পার্থিব প্যাটেল, ইরফান পাঠানসহ আরপি সিংয়ের সাবেক সতীর্থরা টুইটে তার বাবার আত্মার শান্তি কামনা করেন। এছাড়া ভারতের ক্রিকেটভক্তরাও এই কঠিন সময়ে আরপি সিংয়ের পাশে থাকার বার্তা দিয়েছেন।

আইএইচএস/

Advertisement