ব্যবসায়িক সুযোগ-সুবিধাকে রাজস্বমুখী না করে বাণিজ্য, শিল্প এবং বিনিয়োগমুখী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সম্মেলন কক্ষ্যে ‘ট্রেড ফ্যাসিলিটেশন: চ্যালেঞ্জ অ্যান্ড অফরচুনিটিস ফর সাসটেইনেবল গ্রোথ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে হলে দেশি-বিদেশি বিনিয়োগের প্রয়োজন। এটি হতে পারে সরকার ও বিনিয়োগকারীদের মধ্যে সু-সম্পর্কের মাধ্যমে। বর্তমান বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে টেক্স রেট (কর হার) বেশি, এটি কমিয়ে আনার জন্য পরামর্শ দিয়েছেন ড. মশিউর। তিনি বলেন, পণ্য খালাসের বিষয়ে যে জটিলতা রয়েছে, তা শুধুমাত্র কর্মকর্তাদের জন্য হচ্ছে এটা বলা যাবে না। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের স্বচ্চ হতে হবে। তাহলে জটিলতা কমে আসবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত রির্জাভের সমালোচনা করে তিনি বলেন, রির্জাভ বাড়ছে কিন্তু তা অলস পড়ে আছে। এই রির্জাভের কোনো উপকার নেই। মশিউর রহমান বলেন, রির্জাভের বেশি অংশ আসে প্রবাসীদের আয় থেকে। প্রবাসীদের আয়ের কারণে গ্রামের অর্থ বাড়ছে। কিন্তু এই অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সরকারকে বন্ডের মাধ্যমে বিনিয়োগ নিশ্চিত করে প্রবাসীদের আয় কাজে লাগাতে হবে। এনবিআরের কর্মকর্তাদের উদ্দেশ্য করে উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, উদ্দেশ্য মূলকভাবে কোনো কর্মকর্তা যদি ব্যবসায়ীদের শাস্তি দেয় তাহলে তার সরকারি চাকরি করার সুযোগ নেই। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়্যারম্যান মো. নজিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ। এছাড়া বিকেএমইএর প্রথম সহ-সভাপতি এএইচ আসলাম সানি, সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ উপস্থিত ছিলেন।এসআই/এসকেডি/পিআর
Advertisement