দেশজুড়ে

বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পৌনে ৩ কোটি টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। মঙ্গলবার (১১ মে) ভোর ৬টা থেকে বুধবার (১২ মে) ভোর ৬টা পর্যন্ত সময়ে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন মিলিয়ে ৫১ হাজার ৯৪২টি যানবাহন সেতু দিয়ে পারাপার হয়েছে।

Advertisement

এসময় সেতুর পশ্চিম ও পূর্ব পাড় টোলপ্লাজা থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৩ লাখ ৮ হাজার ৭৩০ টাকা। যা বিগত ২৪ ঘণ্টার চেয়ে তুলনামূলক অনেক বেশি।

এর আগে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪১ হাজার ৬২৫টি গাড়ি সেতু পারাপার হয়। টোল আদায় হয়েছিল দুই কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, প্রতিদিনই সেতুতে টোল আদায় বাড়ছে। তবে তুলনামূলক কম ছিল বাস পারাপার। আজও সকাল থেকেই প্রচুর গাড়ি সেতু দিয়ে পার হচ্ছে।

আরিফ উর রহমান টগর/এসআর/এমকেএইচ