আন্তর্জাতিক

চীনে ধোঁয়াশায় বন্ধ ২১০০ কারখানা

চীনে ধোঁয়াশার কারণে দুই হাজারেরও বেশি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপদ মাত্রার চেয়ে ২৪ গুণ বেশি ধোঁয়াশা থাকায় মঙ্গলবার চীন সরকার এ আদেশ দিয়েছে। খবর এএফপির।ধূসর ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে বেইজিং। এর মধ্যে থাকা ক্ষতিকর আণবীক্ষণিক কণা ফুসফুসের গভীরে প্রবেশ করছে। একই সঙ্গে এর বৃদ্ধি প্রতি ঘনমিটারে ৫৯৮ মাইক্রোগ্রামে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ক্ষতিকর এই কণার সহনীয় মাত্রা প্রতি বর্গমিটারে সর্বোচ্চ ২৫ মাইক্রোগ্রাম। বেইজিং থেকে ১০০ কিলোমিটার দূরের শহর জিনানে এই ক্ষতিকর কণার মাত্রা ৪০০ মাইক্রোগ্রামের বেশি।চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, মারাত্মক দূষণের কারণে ২ হাজার ১০০ কারখানা বন্ধের আদেশ দিয়েছে বেইজিং। এ সময় লোকজনকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বেইজিং ও সাংহাই থেকে বিভিন্ন গন্তব্যে ৩০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসআইএস/পিআর

Advertisement