করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ২০৫ জনের, যা এখনো পর্যন্ত রেকর্ড। এ সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন।
Advertisement
বুধবার (১২ মে) সকালে দেশটির স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
নতুন মৃত্যুর ফলে ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৫৪ হাজার ২২৫ জনে এবং শনাক্ত পৌঁছাল ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জনে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে গত ৩০ এপ্রিল প্রথমবারের মতো শনাক্তের সংখ্যা ৪ লাখের ওপরে যায়। এছাড়া ৭ মে করোনায় একদিনে দেশটিতে চার হাজার মৃত্যুর রেকর্ড হয়। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।
Advertisement
এমআরআর/এমকেএইচ