রাজধানীর উত্তরায় রাজলক্ষী শপিং কমপ্লেক্স এলাকায় মাস্ক পরি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার (১১ মে) দুপুরে প্রধান অতিথি হিসেবে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।
Advertisement
ইনোভেশন ফর পোভার্টি অ্যাকশন (আইপিএ), ইয়েল বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড মেডিকেল স্কুল, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই), শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ ওমেন, ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং বিডি ক্লিন এই কর্মসূচির আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আতিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসির মাস্ক পরি কর্মসূচি’ একটি জীবন রক্ষাকারী উদ্যোগ, সবাই মিলে একে সফল করতে হবে। সঠিকভাবে মাস্ক পরিধান করার মাধ্যমে কোভিড-১৯-এর সংক্রমণ কমানো এবং মানুষের জীবন বাঁচানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।
তিনি বলেন, ঢাকা মহানগরীর প্রতি বর্গকিলোমিটার এলাকায় প্রায় ৪৯ হাজার লোক বাস করে। তাদেরকে বুঝিয়ে যথাযথভাবে মাস্ক পরিধান নিশ্চিত করতেই এই কর্মসূচিটি গ্রহণ করা হয়েছে।
Advertisement
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংরক্ষিত আসনের এমপি নাহিদ ইজাহার খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।
এমএমএ/এআরএ