দেশজুড়ে

করোনায় প্রাণ গেল বিএডিসি কর্মকর্তার

কুষ্টিয়া বিএডিসির (সার) সহকারী ব্যক্তিগত কর্মকর্তা লুৎফুন নাহার রিনা (৩৫) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

Advertisement

মঙ্গলবার (১১ মে) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনা আক্রান্ত হয়ে ২২ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার রিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রিনা মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামের আবু জাফরের মেয়ে এবং কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার রাসেলের স্ত্রী।

Advertisement

পরিবার জানায়, রিনার স্বামী রাসেলও করোনা আক্রান্ত ছিলেন। তিনি সুস্থ হলেও রিনা মারা যান।

আল-মামুন সাগর/এএইচ/এমএস