আন্তর্জাতিক

অক্সিজেন থাকলেও ফ্লো-মিটার নেই, কলকাতার হাসপাতালে ৩ রোগীর মৃত্যু

পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাবে কলকাতার হাসপাতালে তিন রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, অক্সিজেনের অভাবেই মারা গেছেন এসব রোগী।

Advertisement

অবশ্য বিদ্যাসাগর হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তাদের কাছে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার রয়েছে। তবে ফ্লো মিটার না থাকার কারণে সেগুলো ঠিকঠাক ব্যবহার করা যাচ্ছে না।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০টি ফ্লো মিটার কেনার জন্য সম্প্রতি একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু তারা এখনো সেগুলো সরবরাহ করেনি। এই সংকট কাটাতে দ্রুত ফ্লো মিটার আনার চেষ্টা করা হচ্ছে।

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। দিল্লি, মুম্বাই, গুজরাট থেকে প্রায় প্রতিদিনই অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সোমবার রাতে অন্ধ্র প্রদেশের একটি হাসপাতালে ১১ রোগীর মৃত্যু হয়েছে।

Advertisement

তবে কলকাতার হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু ঘটনা এটিই প্রথম। যদিও এ বিষয়ে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।

সূত্র: দ্য ওয়াল

কেএএ/জিকেএস

Advertisement