জাতীয়

বনানীতে আগুন : পাশের ভবনের ছাদে লাফিয়ে বাঁচলেন ১০০ জন

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের একটি ছয়তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর প্রতিষ্ঠানটির কর্মীরা আতঙ্কিত হয়ে ভবনের ছাদে উঠে লাফিয়ে পাশের ভবনে চলে যান।

Advertisement

ভবনটির তৃতীয় তলায় ফেয়ার গ্রুপের অফিস। প্রতিষ্ঠানের হেড অব মার্কেটিং তানসিন কবীর বলেন, ‘মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত। আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের তিন তলার অফিস ত্রিপুরা ভবন অন্ধকার হয়ে যায়। আমরা জীবন বাঁচাতে এদিক-সেদিক ছুটতে থাকি। পরে ভবনের ছাদে উঠে ফায়ার সার্ভিসকে ফোন দিই এবং জীবন রক্ষার আকুতি জানাই।’

তিনি বলেন, পরে পাশের ভবনের লোকজনের কাছে আমরা অনুরোধ জানাই, তারা যেন আমাদের ছাদ থেকে তাদের ছাদে যেতে সাহায্য করেন। একটি ছোট মইয়ের মতো কিছু একটার ব্যবস্থা করেন তারা। পরে ওই মই বেয়ে আমরা লাফিয়ে পাশের ভবনের ছাদে যাই। প্রায় ১০০ জন এভাবে পাশের ভবনের ছাদে গিয়ে জীবন রক্ষা করি।

তানসিন কবীর আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের শুরুতে কালো ধোঁয়ায় পুরো ভবন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। অনেকে তখন শ্বাস নিতে পারছিলেন না, দম বন্ধ হয়ে আসছিল। আমরা কোনোরকমে ছাদে উঠে জীবন রক্ষা করেছি। তবে কেউ হতাহত হয়েছে কি-না আমি জানি না। হুড়োহুড়ি করে ছাদে ওঠার সময় অনেকে ধাক্কা খেয়ে আহত হতে পারেন।’

Advertisement

এদিকে, ঘটনার প্রায় সোয়া এক ঘণ্টা পর ভবনটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার দুপুর ১২টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চার ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার।

তিনি জাগো নিউজকে জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ হয়ে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

টিটি/এমএসএইচ/এমকেএইচ

Advertisement