জাতীয়

কোয়ারেন্টাইনে প্রবাসফেরত যাত্রী ১৩ লাখ ছাড়াল

করোনা মহামারিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে আসা ১৩ লাখেরও বেশি প্রবাসফেরত যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Advertisement

তাদের মধ্যে ১২ লাখ ৬৭ হাজার ৮০৩ জনকে হোম কোয়ারেন্টাইনে এবং ৪০ হাজার ৮৬০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারন্টাইনে পাঠানো হয়।

এসব যাত্রীরা ২০২০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১০ মে পর্যন্ত বাংলাদেশে ফিরেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (১০ মে সকাল ৮টা থেকে ১১ মে সকাল ৮টা পর্যন্ত) শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২৭টি ফ্লাইটে তিন হাজার ৯৫১ যাত্রী দেশে ফেরেন। তাদের মধ্যে তিন হাজার ২২৪ জনকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে এবং ৭২৭ জনকে নিজ খরচে সরকার নির্ধারিত আবাসিক হোটেল অথবা বিনা খরচে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। উভয়ক্ষেত্রে এসব যাত্রীকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Advertisement

এমআরআর/এমকেএইচ