বাংলাদেশসহ চার দেশের যাত্রীবাহী ফ্লাইটের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা এ তথ্য জানিয়েছে।
Advertisement
নিষেধাজ্ঞার কবলে পড়া অন্য তিন দেশ হলো নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। তবে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ হলেও কুয়েতে কার্গো বিমান প্রবেশে কোনো বাধা থাকবে না।
এই চার দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশ করতে হলে এর আগে অন্য কোনো দেশে অন্তত ১৪ দিন অবস্থান করে ‘কোভিড নেগেটিভ’ হতে হবে।
এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে গতকাল বাংলাদেশসহ তিন দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেয় থাইল্যান্ড। বাকি দেশ দুটি হচ্ছে পাকিস্তান ও নেপাল। থাইল্যান্ডে করোনার ভারতীয় ধরন শনাক্তের পর এমন সিদ্ধান্ত নেয় ব্যাংকক।
Advertisement
এছাড়া গতকালই বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান থেকে ভ্রমণকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে সংযুক্ত আরব আমিরাত। আগামী ১২ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এমএইচআর/এমআরআর/জেআইএম