ভারতে বাংলাদেশি চ্যানেলগুলো সম্প্রচারে সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন টেলিভিশন চ্যানেলের বিপণন বিভাগের পেশাজীবীরা। ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা)’র ব্যানারে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির নেতাসহ সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িত ব্যক্তিরা অংশগ্রহণ করেন। ইমার পক্ষ থেকে এ সময় লিখিতভাবে ১১ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে বাংলাদেশি চ্যানেলগুলো ১ থেকে ২৫ নম্বরে রাখা, বিদেশি চ্যানেল বাংলাদেশে বন্ধ করে সাংস্কৃতিক আগ্রাসন ঠেকানো, বিজ্ঞাপন নীতিমালা, বিদেশি কোনো বিজ্ঞাপন ডাবিং করে না চালানোর দাবি জানানো হয়। মানববন্ধনে অভিনেতা মামুনুর রশীদ বলেন, ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশে দেখা যায়। কিন্তু বাংলাদেশি চ্যানেল সেখানে দেখা যায় না। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশি চ্যানেল যাতে ভারতে দেখা যায় সেই দাবি করে আসছি। তবে তেমন অগ্রগতি নেই। এবার টিভি চ্যানেলের বিপণন বিভাগের কর্মীরা যুক্ত হয়েছে। আশা করি, সরকার বিষয়টি নিয়ে উদ্যোগ গ্রহণ করবেন। অভিনেতা সাজু খাদেম বলেন, ভারতে বাংলাদেশি চ্যালেনগুলো দেখাতে হবে। ভারত বাংলাদেশের পুরনো নাটকের ফরমেটে নতুন নাটক করে শক্ত অবস্থানে। কিন্তু আমরা ভারতের বাজারে যেতে পারছি না।প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, দেশের ইলেকট্রনিক মিডিয়ার বিকাশে শিল্প প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।ইমা সভাপতি রঞ্জন কুমার দত্ত বলেন, বাংলাদেশের চ্যানেল ভারতে দেখাতে তথ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে। এর বাইরে আরও ১০ দফা দাবি রয়েছে আমাদের। আশা করি, সরকার এসব ব্যাপারে উদ্যোগ নিবে।এ সময় বিজ্ঞাপন বাজারের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি করেন তিনি। ইমা সাধারণ সম্পাদক আনিসুর রহমান তারেক বলেন, বাংলাদেশি চ্যানেলগুলো দেশে প্রচারের ক্ষেত্রে ১ থেকে ২৫ নম্বরে রাখতে হবে। বিদেশি কোনো বিজ্ঞাপন ডাবিং করে যেন বাংলাদেশি কোনো চ্যানেলে প্রচার করা না হয়।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এটিএন বাংলার উপদেষ্টা (মিডিয়া) শামসুল হুদা, ইমা সহ-সভাপতি মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, এ এইচ রাজু। মানববন্ধনে বিভিন্ন টিভি চ্যানেলের পেশাজীবীরাসহ অভিনেতা ড. ইনামুল হক, মারজুক রাসেল, মিশুক, সাঈদ বাবু, রাসেল শিকদার, রায়হান জুয়েল উপস্থিত ছিলেন। সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)’র সদস্যরা।এসএ/এআর/জেইউ/আরএস/এমএস/এএ
Advertisement