জাতীয়

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গোলটেবিল বৈঠক

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গোলটেবিল বৈঠক

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ও তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বৈঠকটির আয়োজন করে।আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ও কর্মসংস্থান প্রকল্পে অন্তর্ভূক্তির জন্য জেলা পর্যায়ে যে সকল সেবা প্রদানকারী সংস্থা আছে তাদের সহযোগিতা গ্রহণ করে থাকে, এ সকল সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টি জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।বক্তারা আরো বলেন, এডিডি বাংলাদেশ প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কর্মরত যুক্তরাজ্য ভিত্তিক একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, বর্তমানে সংস্থাটি বাংলাদেশে ১২টি জেলায় শতাধিক ডিপিও সংগঠনের প্রায় ২৫ হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে সংগঠিত করেছে।আয়োজকরা জানান, এডিডি প্রতিবন্ধী ব্যক্তির সক্ষমতা বৃদ্ধি, সমাজে মূল ধারায় সম্পৃক্তকরণ, প্রতিবন্ধী আইন বাস্তবায়নের মাধ্যমে তাদের অধিকার অর্জনে সহায়তা প্রদান করছে।গোল টেবিল বৈঠক সঞ্চালনা করেন এডিডি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক উল ইসলাম, পরিকল্পনা বিভাগ যুব উন্নয়ন অধিদফতরের পরিচালক আবুল হাসান খান, উইমেন্স অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর নাসরিন জাহান প্রমুখ।এএস/এআরএস/এমএস

Advertisement