বিনোদন

করোনায় আক্রান্ত দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর

করোনায় ভালো নেই ভারত। প্রতিদিন দেশটিতে বাড়ছে সংক্রমণের হার এবং মৃত্যুর সংখ্যা। বাদ যাচ্ছেন না বলিউডসহ ভারতের নানা প্রদেশের তারকারাও। এরই মধ্যে অনেকে সুস্থ হয়ে উঠেছেন। মারাও গেছেন অনেকে।

Advertisement

এবার তারকাদের করোনা সংক্রমণের তালিকায় যুক্ত হলো দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআরের নাম। সম্প্রতি এই তেলগু তারকা তার টুইটার অ্যাকাউন্টে নিজের করোনা সংক্রমণ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

এক টুইট বার্তায় তিনি জানান, 'আমি করোনা পজিটিভ। দয়া করে আপনারা কেউ আতঙ্কিত হবেন না। আমি ভালো আছি। আমি এবং আমার পুরো পরিবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেশন এ রয়েছি।

অনুরোধ করব, গত এক সপ্তাহে যারা আমার সহচর্যে এসেছেন দয়া করে করোনা পরীক্ষা করুন। সবার সুস্থতা কামনা করি।'

Advertisement

প্রসঙ্গত, চলতি বছর সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন জুনিয়র এনটিআর৷ এসএস রাজমৌলের বহুল প্রতীক্ষিত সিনেমা 'আরআরআর'- এ রামচরনের পাশে দেখা মিলবে তার। সিনেমাটিতে আরো রয়েছে বলিউডের দুই জনপ্রিয় তারকা অজয় দেবগন এবং আলিয়া ভাট।

সিনেমাটি ভারতের বেশকিছু ভাষায় একযোগে মুক্তি দেওয়া হবে।

এলএ/এমআরএম

Advertisement