করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণে বিপর্যস্ত ভারত। দেশটির প্রায় সব রাজ্যে প্রতিদিন মৃত্যু ও শনাক্তের হার বাড়ছেই। পশ্চিমবঙ্গেও টানা তিনদিন করোনায় রেকর্ড মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৩৪ জনের মৃত্যু হয়, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।
Advertisement
রাজ্যের স্বাস্থ্য অধিদফতর সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৯ হাজার ৪৪৫ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে রাজ্যে মোট আক্রান্ত ১০ লাখ ১২ হাজার ৬০৪ জন। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৩৪ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৭৫ জন।
এর আগে গতকাল রোববার (৯ মে) রাজ্যে একদিনে মৃত্যু হয় ১২৪ জনের। তার আগের দিন শনিবার (৮ মে) মারা যায় ১২৭ জন। আজ সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।
রাজ্যে বিধানসভার ভোটে বিপুল ব্যবধানে জয়ী হয়ে সরকার গঠন করেছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। শপথ নেয়ার পর থেকেই করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর নির্দেশনা দিচ্ছেন টানা তৃতীয়বারের এই মুখ্যমন্ত্রী। তবে সংক্রমণ হার এখনও রাজ্যে ঊর্ধ্বমুখী।
Advertisement
এএএইচ/জিকেএস