বাংলাদেশে এ বছর (২০১৫) এইচআইভি সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬৯ জন। আর এ রোগে আক্রান্ত হয়ে চলতি বছর মারা গেছেন ৯৫ জন।মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব তথ্য জানিয়েছেন।এছাড়া বাংলাদেশে এইচআইভি সংক্রমণে আক্রান্তের মোট সংখ্যা ৪ হাজার একশ` ৪৩ জন বলেও জানান তিনি।
Advertisement
বিশ্ব এইডস দিবস-২০১৫ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ সভার আয়োজন করা হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য ধরা হয়েছে, ‘এইচআইভি সংক্রামণ ও এইডসে মৃত্যু নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই এই আমাদের অঙ্গীকার’।
এইডস-এর বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব সম্প্রদায় ১৯৮৮ সাল থেকে বিশ্ব এইডস দিবস পালন করে আসছে। ইউএন এইডস-এর তথ্যমতে বর্তমানে বিশ্বে প্রায় ৩৪ মিলিয়ন মানুষ এইডস-এ আক্রান্ত এবং এ পর্যন্ত প্রায় ৩৫ মিলিয়ন মানুষ এ মরণঘাতি রোগে মৃত্যুবরণ করেছেন।
এমইউ/আরএস
Advertisement