করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এক বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে শিক্ষার্থীরা। এ অবস্থায় প্রাইমারিতে ১৯ শতাংশ, মাধ্যমিকের ২৫ শতাংশ শিক্ষার্থী নিয়মিত পড়াশোনার বাইরে রয়েছে। ফলে স্কুল খোলার পর এসব শিক্ষার্থীর জন্য রিকভারি ক্লাসের সুপারিশ করা হয়েছে।
Advertisement
সোমবার (১০ মে) এক সংবাদ সম্মেলনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এসব তথ্য তুলে ধরেন। এসময় ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এর নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন উপস্থিত ছিলেন।
২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত এক বছরের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশে ৫১ শতাংশ প্রাইমারি শিক্ষার্থী প্রাইভেট-কোচিংয়ে যাচ্ছে। মাধ্যমিক পর্যায়ের ৬১ শতাংশ শিক্ষার্থী প্রাইভেট-কোচিংয়ে যাচ্ছে। এর মাধ্যমে অভিভাবকদের খরচের বোঝা কমেনি বরং বেড়েছে। এ খরচ গ্রামীণ পর্যায়ে বেড়েছে ১১ শতাংশ, শহর পর্যায়ে বেড়েছে ১৩ শতাংশ।
Advertisement
গবেষণায় অভিভাবকদের চারটি বেসিক চিন্তার বিষয় তুলে ধরা হয়। সেগুলো হলো- শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাওয়া, শিক্ষার খরচ তুলনামূলক বৃদ্ধি পাওয়া, স্কুল কবে খুলবে সেটি নিয়ে চিন্তা। পড়াশোনায় পাশাপাশি চাকরি নিয়ে চিন্তা।
এমএইচএম/ইএ/জেআইএম