বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
Advertisement
এর আগে রোববার দুপুরে একবার সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল থেকে অসুস্থ বোধ করছি আজকে সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছি। আশাকরি ফলাফল নেগেটিভ আসবে।’
তিনি বলেন, আমি প্রায়ই পরীক্ষা করাই, বরাবরই নেগেটিভ এসেছে। এবারো আসবে। তার অক্সিজেন স্যাচুরেশন ভালো বলেও জানান তিনি।
এ সময় সাংবাদিকদের সাবধানতা অবলম্বন ও সতর্ক থাকতে পরামর্শ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Advertisement
কেএইচ/এমআরএম