রুশ যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে তুরস্কের সঙ্গে নতুন করে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে দেশ দুটির শীর্ষ নেতারা। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসলামিক স্টেটের সঙ্গে তেল বাণিজ্য রক্ষা করতেই রুশ বিমান ভূপাতিত করেছে আঙ্কারা। এর পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্টকে তার দাবির পক্ষে প্রমাণ দেয়ার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, আপনি যদি কারো বিরুদ্ধে কোনো বিষয়ে অভিযোগ আনেন তাহলে আপনার এটা প্রমাণ করা উচিত।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ যুদ্ধবিমান ভূপাতিত করাকে তুরস্কের বড় ভুল বলে পুতিনের অভিযোগের জবাব দিতে গিয়ে এরদোয়ান এসব কথা বলেছেন। একই সঙ্গে তিনি গত সপ্তাহে বিমান ভূপাতিত করার বিষয়ে রাশিয়ার কাছে ক্ষমা চাওয়ার দাবিকেও প্রত্যাখ্যান করেছেন।গত ২৪ নভেম্বর সিরিয়া সীমান্তে তুর্কি ক্ষেপণাস্ত্রের আঘাতে রুশ যুদ্ধবিমান এসইউ-২৪ ভূপাতিত হয়। এ ঘটনায় এক রুশ পাইলট নিহত হয়েছেন এবং আরেকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই পাইলটকে জীবিত উদ্ধার করতে গিয়ে রাশিয়ার একজন মেরিন সেনাও নিহত হয়।ওইদিন রুশ যুদ্ধবিমান তুরস্কের আকাশসীমা প্রবেশ করেছে বলে দাবি করে আসছে আঙ্কারা কিন্তু মস্কো এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ ঘটনায় তুরস্কের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রও রুশ যুদ্ধ বিমানের আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে আঙ্কারার দাবির পক্ষে তথ্য পেয়েছে বলে জানিয়েছে।ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে তুরস্কের কোনো ধরনের সম্পর্ক নেই বলে দাবি করেছে আঙ্কারা। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, আমরা ধৈর্যের সঙ্গে কাজ করছি। আবেগপূর্ণ বিবৃতি অংশীদারিত্বমূলক কৌশলের ক্ষেত্রে দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক হবে না।এসআইএস/এমএস
Advertisement