জাতীয়

আজহারের পক্ষে সাফাই সাক্ষ্যগ্রহণ ৩ আগস্ট

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের পক্ষে সাফাই সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ৩ আগস্ট পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজহারের পক্ষে চারজন সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের অনুমতি দিয়ে আজ রোববার থেকে সাফাই সাক্ষ্যগ্রহণ শুরুর দিন রেখেছিলেন ট্রাইব্যুনাল।এদিকে, রোববার একজন সাক্ষী সাফাই সাক্ষ্য দেবেন ও তিনি অসুস্থ বলে জানিয়ে সময়ের আবেদন জানান আজহারের আইনজীবী আব্দুস সোবহান তরফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন।পরে চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল সাফাই সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ৩ আগস্ট পুনর্নির্ধারণ করেন। ট্রাইব্যুনাল জানান, ওই দিন সাফাই সাক্ষী হাজির না হলে তা বন্ধ করে মামলার শেষ ধাপ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করা হবে।

Advertisement