সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে সব ধরণের সূচক ও লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ৪৫ মিনিট পর সকাল ১১টায় ১৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৬০৫ পয়েন্টে এবং শরিয়া সূচক ডিএসইএস ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৯ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৪৭ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ৯৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৫০ টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৩৪পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৫৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ২৪টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬ কোটি ১৫ টাকা।এসআই/জেডএইচ/এমএস
Advertisement