কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। জেলায় এ পর্যন্ত মারা যান ৩৯৭ জন।
Advertisement
রোববার (৯ মে) জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার কুমিল্লায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০ জনের। নমুনা পরীক্ষা বিবেচনা আক্রান্তের হার ১০.৮ শতাংশ। সুস্থ হয়েছেন ৫৫ জন। আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৪, সদর দক্ষিণ, দাউদকান্দি, মুরাদনগর, চান্দিনা ও মেঘনার একজন করে, লাকসাম, বরুড়া, তিতাস ও নাঙ্গলকোটের দুজন করে এবং দেবিদ্বারের তিনজন। সুস্থদের মধ্যে রয়েছেন সিটি করপোরেশন এলাকার ২২ জন, বুড়িচংয়ের ২৫ জন ও মনোহরগঞ্জের আটজন।
তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৩১০ জনের। সুস্থ হয়েছেন ১০ হাজার একজন।
Advertisement
এসজে/এমএস