দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে চারজনের দেহে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। খবর এএফপির।
Advertisement
স্বাস্থ্যমন্ত্রী জ্যেলি এমখিজে শনিবার এক বিবৃতিতে বলেন, ‘গাউটেং ও কেওয়াজুলু-নাটাল প্রদেশে চারজনের দেহে বি.১.৬১৭.২ শনাক্ত হয়েছে। এদের সকলেই সম্প্রতি ভারতে থেকে এসেছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ব্রিটিশ ভ্যারিয়েন্ট বি.১.১.৭ প্রথমবারের মতো সাতজনের দেহে শনাক্ত হয়েছে। এগুলোর কমিউনিটি সংক্রমণ ইতোমধ্যেই হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
দক্ষিণ আফ্রিকার আগে আফ্রিকায় ভারতীয় ভ্যারিয়েন্ট কেনিয়া, উগান্ডা ও মরক্কোতে পাওয়া গেছে।
Advertisement
ভারতে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু দুই-ই ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। প্রায় এক ডজন দেশে ইতোমধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
ভারতীয় ভ্যারিয়েন্ট আটকানোর প্রচেষ্টায় বেশ কিছু দেশ ভারতের ফ্লাইট বাতিল করেছে। তবে দক্ষিণ আফ্রিকা এখনো ভারতের সঙ্গে বিমান চলাচল অব্যাহত রেখেছে।
এমখিজে বলেন, অর্থনীতি রক্ষার জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা ‘বৈজ্ঞানিক বাস্তবতার সঙ্গে ভারসাম্যপূর্ণ হতে হবে’। তিনি বলেন, বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদের সঙ্গে পরামর্শের পর একটি ঘোষণা দেয়া হবে।
আফ্রিকায় করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ দক্ষিণ আফ্রিকা। এই অঞ্চলের ৩৪ শতাংশ সংক্রমণ হয়েছে শুধু দক্ষিণ আফ্রিকাতেই।
Advertisement
দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউতে ভাইরাস ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে। দক্ষিণ আফ্রিকায় সৃষ্ট বি.১.৩৫১ ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমনের মাত্রা বেশি হয়।
সামনের শীতকালে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে সম্প্রতি সতর্ক করে দিয়েছেন এমখিজে।
দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ১৫ লাখ ৯০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে ৫৪ হাজার ৭০০ জনেরও বেশি।
এমকে/এমকেএইচ