দেশজুড়ে

বগুড়ায় করোনায় আরও দুইজনের মৃত্যু

বগুড়ায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Advertisement

মৃতরা হলেন, বগুড়ার গাবতলী এলাকার আব্দুস সাত্তার (৫০) ও কাহালুর মেরিনা (৫৫)।

এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (৯ মে) ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

শনিবার (৮ মে) শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ১৬৩টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএসের সাতটি নমুনায় একজনের করোনা পজিটিভ এসেছে।

গত ২৪ ঘণ্টায় ১৭০টি নমুনার ফলে সদরে ১২ জন ও দুপচাচিয়ায় দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার সকালে সর্বশেষ ফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১১ হাজার ৯৭৮ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯২ জন। মৃত্যু হয়েছে ৩০১ জনের। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৮৬ জন।

এসএমএম/জিকেএস

Advertisement