জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে তেলবাণিজ্য রক্ষা করতেই তুরস্ক রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে উল্লেখ করে এ ঘটনাকে একটি ‘বিরাট ভুল’ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল সোমবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।পুতিন বলেন, তুরস্কে তেলের সরবরাহ রক্ষা করার ইচ্ছা থেকেই বিমানটিকে হামলার করা হয়েছিল। আর এটা ভাবার যথেষ্ট কারণ রয়েছে।এছাড়া আইএসের কাছ থেকে তুরস্ক যে তেল নিচ্ছে রাশিয়ার কাছে তার যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলেও জানান ভ্লাদিমির পুতিন।গত ২৪ নভেম্বর মঙ্গলবার সিরিয়া সীমান্তে তুর্কি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়। এ ঘটনায় এক রুশ পাইলট নিহত হয়েছেন এবং আরেকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।এদিকে জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই বলে দাবি করেছে তুরস্ক। একইসঙ্গে ওই যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাইবে না বলেও জানিয়েছে তুর্কি সরকার।আরএস/এমএস
Advertisement