জাতীয়

দূরপাল্লার গণপরিবহন চালুর দাবিতে মানববন্ধন

দূরপাল্লার গণপরিবহন চালুর দাবিতে মানববন্ধন

গণপরিবহন না থাকায় যেকোন ভাবে মানুষ গাদাগাদি করে মাত্রাতিরিক্ত ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে গ্রামে ফিরছে। তাতে করোনা সংক্রমণের প্রবল আশঙ্কা সৃষ্টি হচ্ছে। এ কারণে গণপরিবহন চালুর দাবিতে মানববন্ধন করেছে সোনার বাংলা পার্টি।

Advertisement

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী রাতে গণপরিবহন চালুর দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশিদ বলেন, ‘সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় সারা দেশে লকডাউন ঘোষণা করেছে। লকডাউনের কারণে ঈদেও বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। কিন্তু নাড়ির টানে গ্রামে ফেরা মানুষের যাত্রা থেমে নেই।’

তিনি বলেন, ‘গণপরিবহন বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, সিএনজিসহ বিভিন্ন পরিবহনে গাদাগাদি করে মাত্রাতিরিক্ত ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ গ্রামে ফিরছে। এতে করোনা মোকাবিলা হচ্ছে না। উল্টো তা ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা সৃষ্টি হয়েছে।’

Advertisement

হারুন-অর-রশিদ বলেন, ‘এছাড়া দীর্ঘদিন বেকার থেকে গণপরিবহন শ্রমিকরা না খেয়ে দিন পার করছে। এ ঈদের আগে কয়েকদিন গাড়ি চালাতে পারলেও তাদের কিছুটা আর্থিক সমস্যা কমতো। এ অবস্থা থেকে উত্তরণে স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী রাতে গণপরিবহন চালুর দাবি জানাচ্ছি।’

এনএইচ/এমএইচআর/জিকেএস