শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় ২৬টি ফ্লাইটের চার হাজার ১৬৮ জন যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৪টি ফ্লাইটের ৭৪৪ জনকে দুই সপ্তাহের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও তিন হাজার ৪২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
Advertisement
শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. হাসান ফেরদৌস এ তথ্য জানান।
তিনি জানান, ২০২০সালের জানুয়ারি থেকে আজ (৯ মে) পর্যন্ত বিদেশফেরত যাত্রীদের মধ্যে ১৩ লাখ ৪ হাজার ৭১২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের মধ্যে ৪০ হাজার ১৩৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও ১২ লাখ ৬৪ হাজার ৫৭৯ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
এমইউ/এমএইচআর/জেআইএম
Advertisement