জাতীয়

শাহজালালে আসা আরও ৭৪৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় ২৬টি ফ্লাইটের চার হাজার ১৬৮ জন যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৪টি ফ্লাইটের ৭৪৪ জনকে দুই সপ্তাহের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও তিন হাজার ৪২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

Advertisement

শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. হাসান ফেরদৌস এ তথ্য জানান।

তিনি জানান, ২০২০সালের জানুয়ারি থেকে আজ (৯ মে) পর্যন্ত বিদেশফেরত যাত্রীদের মধ্যে ১৩ লাখ ৪ হাজার ৭১২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের মধ্যে ৪০ হাজার ১৩৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও ১২ লাখ ৬৪ হাজার ৫৭৯ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এমইউ/এমএইচআর/জেআইএম

Advertisement