আন্তর্জাতিক

লকডাউনের মধ্যেই মধ্যপ্রদেশের রাস্তায় বন্দুক নিয়ে মহড়া

মোটরসাইকেলে চড়ে দিনের বেলায় গুলি চালাতে চালাতে রাস্তা দিয়ে এগিয়ে চলেছে কাপড়ে মাথা, মুখ ঢেকে রাখা বন্দুকধারীরা। কোনো যুদ্ধ বা সহিংসতা না চললেও এমনই ঘটনার সাক্ষী হলো ভারতের মধ্যপ্রদেশের মোরেনা।

Advertisement

শনিবার বিকেলে লকডাউন চলাকালেই তারা এ কাজ করেছে। ভাইরাল হয়েছে গুলি চালানোর ভিডিও।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত গুলিতে এক নারীর মাথায় চোট লাগার কথা জানা গেছে।

জানা গেছে, এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু হয় অশান্তি। জাতিগত বিদ্বেষ উসকে দেয়া ওই পোস্টকে কেন্দ্র করেই উত্তপ্ত মোরেনা। একদিন আগেই অন্য এক সম্প্রদায়ের দুর্বৃত্তরা এভাবে খোলা রাস্তায় গুলি চালিয়েছিল। তারই বদলা নিতে এবার রাস্তায় নেমেছিল ওই মোটরসাইকেল আরোহীরা।

Advertisement

ইতোমধ্যেই কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার অতিরিক্ত পুলিশ সুপারিন্টেন্ডেন্ট রায়সিং নরওয়ারিয়া।

এদিকে গুলিতে আহত নারীর স্বামী প্রদীপ শর্মা জানিয়েছেন, আমার স্ত্রী ডাক্তার দেখাতে যাচ্ছিল। গুলি চালানো দেখে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই গুলি এসে লাগে মাথায়। তাদের গুলিতে ছোট-বড় বহু গাড়িই ঝাজরা হয়ে যায়।

আগামী ১৫ মে পর্যন্ত ‘জনতা কারফিউ’ চলবে মধ্যপ্রদেশে।

ভারতের ওই রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে হলে এছাড়া উপায় নেই।

Advertisement

এমএইচআর/জেআইএম